প্রধান শিরোনামবিশ্বজুড়ে
সুদানে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে গুলি, নিহত অন্তত ১৫
ঢাকা অর্থনীতি ডেস্ক: সুদানে সামরিক অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ১৫ বিক্ষোভকারী নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে।
দেশটির চিকিৎসকদের সংগঠন সেন্ট্রাল কমিটি অফ সুদানিজ ডক্টরস এ তথ্য জানিয়েছে।
বুধবার সুদানের রাজধানী খার্তুম এবং বাহরি ও ওমদুরমান শহরে হাজার হাজার মানুষ সেনা শাসনের বিরুদ্ধে বিক্ষোভে নামে। এ সময় বেসামরিক প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি জানায় বিক্ষোভকারীরা। এছাড়া ২৫শে অক্টোবরের সামরিক অভ্যুত্থানের মূল নায়কদের বিচারের আওতায় আনারও দাবি জানানো হয়। এ সময় বিক্ষোভকারীদের লক্ষ্য করে ব্যাপক গুলি ও টিয়ার শেল ছোঁড়ে নিরাপত্তা বাহিনী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আহতদের হাসপাতালে নেয়ার পথ বন্ধ করে রাখে সেনারা। বিভিন্ন এলাকায় চালানো হয় ধরপাকড়। বিক্ষোভের আগে মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয় শহরগুলোতে।