প্রধান শিরোনামবিশ্বজুড়ে

সুদানে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে গুলি, নিহত অন্তত ১৫

ঢাকা অর্থনীতি ডেস্ক: সুদানে সামরিক অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ১৫ বিক্ষোভকারী নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে।

দেশটির চিকিৎসকদের সংগঠন সেন্ট্রাল কমিটি অফ সুদানিজ ডক্টরস এ তথ্য জানিয়েছে।

বুধবার সুদানের রাজধানী খার্তুম এবং বাহরি ও ওমদুরমান শহরে হাজার হাজার মানুষ সেনা শাসনের বিরুদ্ধে বিক্ষোভে নামে। এ সময় বেসামরিক প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি জানায় বিক্ষোভকারীরা। এছাড়া ২৫শে অক্টোবরের সামরিক অভ্যুত্থানের মূল নায়কদের বিচারের আওতায় আনারও দাবি জানানো হয়। এ সময় বিক্ষোভকারীদের লক্ষ্য করে ব্যাপক গুলি ও টিয়ার শেল ছোঁড়ে নিরাপত্তা বাহিনী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আহতদের হাসপাতালে নেয়ার পথ বন্ধ করে রাখে সেনারা। বিভিন্ন এলাকায় চালানো হয় ধরপাকড়। বিক্ষোভের আগে মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয় শহরগুলোতে।

Related Articles

Leave a Reply

Close
Close