খেলাধুলাপ্রধান শিরোনাম

এক যুগ পর কোপা চ্যাম্পিয়ন ব্রাজিল

ঢাকা অর্থনীতি ডেস্কঃ দাপুটে ব্রাজিলের সামনে পাত্তাই পেল না পেরু। ফাইনালে ৩-১ গোলের জয়ে ১২ বছর পর কোপা আমেরিকার শিরোপা পুনরুদ্ধার করেছে সাম্বা ছন্দের দেশটি। ৭০ মিনিটে ১০ জনের দলে পরিণত হওয়ার ইতিহাসে নবম শিরোপা জিতে নিতে কোনো সমস্যা হয়নি ব্রাজিলের।

অবশেষে বড় মঞ্চে কোনো শিরোপার মুখ দেখল ব্রাজিলের। কোপা থেকে যে শিরোপা ছিনিয়ে নিতে দানি আলভেজদের অপেক্ষা ছিল এক যুগের। অবসান হয়েছে অতৃপ্তির। ঘরের আয়োজনে বর্ণিল সমাপ্তিই টেনেছে সেলেসাওরা।

ঐতিহাসিক মারাকানায় উৎসবের মঞ্চ প্রস্তুত ছিল। দরকার ছিল ব্রাজিলের ছন্দ ধরে রাখার। আসরের সর্বোচ্চ গোলদাতা এভারটনকে সেই ছন্দেই তুলে দিলেন গ্যাব্রিয়েল জেসুস দুর্দান্ত এক ক্রস দিয়ে। ম্যাচের বয়স ১৫ মিনিটে এভারটনে ব্রাজিলের লিড।

চিলির মতো দলকে সেমিতে উড়িয়ে আসা পেরু ৪৪ মিনিটেই সমতায় ফেরে। সেখানে ব্রাজিল ডিফেন্ডার সিলভার হ্যান্ডবলের কৃতিত্বই বেশি। গোল স্কোরার গুরেইরো, যিনি আসরে এভারটনের সমান তিন গোল দিয়েছেন।

সমতা রেখে বিরতিতে যেতে হয়নি স্বাগতিকদের। প্রথম গোলের কারিগর গ্যাব্রিয়েল জেসুস টুর্নামেন্টের শেষ ম্যাচেও নিজেকে চিনিয়েছেন আর্থারের বাড়ানো বলকে গোলে কনভার্ট করে।

ম্যাচে আলোর নিচে থাকা জেসুস ৭০ মিনিটে মাঠ ছাড়েন দ্বিতীয় হলুদ কার্ড দেখে। ১০ জনে পরিণত ব্রাজিলকে অবশ্য চাপে ফেলতে পারেনি পেরুভিয়ানরা। উল্টো ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সাহায্যে ব্রাজিল তিন নম্বর গোল পেয়ে যায় ৯০ মিনিটে। শেষ গোল রিচার্লিসনের।

মারাকানায় ৩-১ গোলে স্বাগতিকদের জয় দেখার মতো শান্তি যে ব্রাজিলের সমর্থকদের অন্য কিছুতে নেই।

Related Articles

Leave a Reply

Close
Close