দেশজুড়েপ্রধান শিরোনাম

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক ২

ঢাকা অর্থনীতি ডেস্ক: সুন্দরবনের খালে বিষ দিয়ে মাছ শিকারের অভিযোগে দুজনকে আটক করেছেন বনরক্ষীরা। শনিবার (১৩ নভেম্বর) গভীর রাতে বনের মরাপশুর খাল থেকে তাদের মালামালসহ আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় দুটি কীটনাশকের বোতল, ১টি নৌকা, নিষিদ্ধ জাল ও ককসেট।

গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৪ নভেম্বর) ভোরে সুন্দরবনের নন্দবালা খালে অভিযান চালায় বন বিভাগের একটি টিম। সে সময় কীটনাশক দিয়ে মাছ শিকারের সময় হাতেনাতে আটক করা হয় সাদ্দাম হোসেন (২৬) ও ইয়াসিন শেখ (৩২) নামের দুই ব্যক্তিকে।

আটক দুই ব্যক্তি মোংলা উপজেলার জয়মনি এলাকার বাসিন্দা বলে জানায় বন বিভাগ।

সুন্দরবন চাদপাই রেঞ্জের গুইলশাখালী টহলফাঁড়ি ইনচার্জ শামসুল আরেফিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বন আইনে মামলা দায়ের শেষে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Close
Close