দেশজুড়েপ্রধান শিরোনাম
আজ হাসপাতালে যাবেন খালেদা জিয়া
ঢাকা অর্থনীতি ডেস্ক: ফলোআপ চিকিৎসার জন্য আবারও হাসপাতালে নেওয়া হচ্ছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে।
শনিবার (১৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে সাবেক এ প্রধানমন্ত্রীকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, কয়েকদিন আগে চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন খালেদা জিয়া। আজ আবার ফলোআপের জন্য হাসপাতালে নেওয়া হবে।
এর আগে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার পর ৭ নভেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বাসায় ফেরেন।
চেয়ারপারসনের বায়োপসি রিপোর্টে ক্যান্সারের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
দলীয় সূত্রে জানা গেছে, শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় খালেদা জিয়াকে বাসায় রেখে পরবর্তী চিকিৎসা দেওয়া হবে।
গত ১২ অক্টোবর খালেদা জিয়ার শরীরে জ্বর দেখা দেয়। এরপর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে গত ২৫ অক্টোবর শরীরের টিউমার ধরা পড়ায় খালেদা জিয়ার বায়োপসি করা হয়।
দুর্নীতির মামলায় দণ্ডিত হলে খালেদা জিয়াকে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে পাঠানো হয়। করোনার কারণে গত বছরের ২৫ মার্চ সরকার শর্ত সাপেক্ষে তাকে সাময়িক মুক্তি দেয়। এখন পর্যন্ত চার বার খালেদা জিয়ার মুক্তির সময় বাড়ানো হয়েছে।