প্রধান শিরোনামসাভারস্থানীয় সংবাদ
পরিবহন সংকটে সাভারে মহাসড়কে শিক্ষার্থীদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক: পরিবহন ধর্মঘটে আটকে পড়ার প্রতিবাদে এবার সাভারে মহাসড়ক অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের স্নাতক শ্রেণির ভর্তিচ্ছু পরীক্ষার্থীরা। শুক্রবার (০৫ নভেম্বর) সকালে তারা ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাস স্ট্যান্ডে প্রবেশপত্র হাতে নিয়ে বিক্ষোভ করেন তারা।
তাদের আকস্মিক এ কর্মসূচিতে যোগ দেয় রাষ্ট্রয়ত্ত সাত ব্যাংকে সিনিয়র অফিসার পদে নিয়োগ পরীক্ষায় অংশ গ্রহণকারীরা। এসময় তাদের সঙ্গে যোগ দেয় সাধারণ যাত্রীরাও।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে পরিবহন শ্রমিক-মালিকদের ডাকা ধর্মঘটে কলেজ ভর্তিচ্ছু এবং নিয়োগ পরীক্ষায় অংশ গ্রহণকারীরা সকাল থেকেই বিপাকে পড়েন।
সাভার মডেল থানার পুলিশ পরিতর্শক কামাল হোসেন জানান, মালিক-শ্রমিকদের ডাকা ‘ধর্মঘটে’ পরিবহন সংকটে আটকে পড়ার প্রতিবাদে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা মহাসড়কে জড়ো হয়েছিলো। আমরা শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করছি। পরে তাদের বিভিন্ন বাসে তুলে দিয়ে পৌছে দেয়া ব্যবস্থা করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।