বিশ্বজুড়ে
আতশবাজি কারখানায় আগুন, নিহত পাঁচ
ঢাকা অর্থনীতি ডেস্ক: ভারতের তামিলনাড়ুতে আগুন লেগে পাঁচজন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে অন্তত দশ জন। মঙ্গলবার রাতে রাজ্যটির সানকারাপুরামে আতশবাজির একটি পাইকারি দোকানে এ ঘটনা ঘটে।
আগুনে নিহতরা দোকানের মালিক এবং কর্মচারী বলে ধারণা করা হচ্ছে। আতশবাজির ওই দোকানসহ আশেপাশের বেশ কয়েকটি দোকান আগুনে পুড়ে যায়। দমকল কর্মীরা হতাহতদের উদ্ধার করে এবং আগুন নিয়ন্ত্রণে আনে।
দীপাবলি উৎসবকে সামনে রেখে সেখানে আতশবাজি মজুত করা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে জানিয়েছে পুলিশ।
হতাহতদের প্রতি শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। নিহতদের প্রত্যেক পরিবারকে পাঁচ লাখ রুপি সহায়তার ঘোষণা দিয়েছেন তিনি।