খেলাধুলা
বিশ্বকাপ শেষ সাইফউদ্দিনের, ফিরলেন রুবেল
ঢাকা অর্থনীতি ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল থেকে ছিটকে গেলেন অলরাউন্ডার সাইফউদ্দিন। পিঠের চোটের কারণে টুর্নামেন্টে আর খেলতে পারবেন না তিনি। তার বদলে একাদশে ডাক পেয়েছেন পেসার রুবেল হোসেন।
বিশ্বকাপের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সাইফউদ্দিনের চোটের ধরণ পর্যবেক্ষণ করে তাকে আপাতত বিশ্রামের পরামর্শ দিয়েছে মেডিকেল টিম।
পিঠের চোটের জন্য আগেও কয়েক দফা ভুগতে হয়েছে সাইফউদ্দিনকে। এর আগে ইনজুরিতে ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারেননি এই অলরাউন্ডার। চলমান বিশ্বকাপে বাংলাদেশের এখন পর্যন্ত খেলা চার ম্যাচের সবকটিতে টাইগার একাদশে ছিলেন সাইফউদ্দিন। বল হাতে নিয়েছিলেন ৫ উইকেট।
এদিকে, সাইফউদ্দিনের ইনজুরিতে কপাল খুলল রুবেল হোসেনের। স্ট্যান্ডবাই তালিকা থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল দলে জায়গা পেয়ে গেলেন এই অভিজ্ঞ পেসার। টাইগারদের হয়ে ১৫৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন রুবেল। যারমধ্যে খেলেছেন ২৮টি টি-টোয়েন্টি ম্যাচ। উইকেট শিকার করেছেন ২০টি।