খেলাধুলাদেশজুড়েপ্রধান শিরোনাম
কাল শুরু হচ্ছে বাংলাদেশ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন
ঢাকা অর্থনীতি ডেস্ক: রবিবার (১৭ অক্টোবর) স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন। বাংলাদেশ সময় রাত ৮টায় টুর্নামেন্টের প্রথম পর্বে ওমানের আল আমিরাত ক্রিকেট স্টেডিয়ামে টাইগারদের ম্যাচটি শুরু হবে। প্রথম পর্ব ভালো করলেই সুপার টুয়েলভে খেলার সুযোগ পাবে বাংলাদেশ দল। প্রতিপক্ষের বিবেচনায় বিষয়টি সহজ মনে হলেও আপাতত ওমান পর্বে ভালো করে সুপার টুয়েলভ নিশ্চিত করতে চায় টিম বাংলাদেশ।
মূল লড়াইয়ের আগে সংবাদ সম্মেলনে দলের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন দলপতি মাহমুদউল্লাহ রিয়াদ। বিশ্বকাপ পরিকল্পনা নিয়ে তিনি বলেন,‘যতটা সম্ভব ভালো খেলতে চাই। প্রথমে সুপার টুয়েলভে উঠতে চাই। এরপর ম্যাচ ধরে ধরে এগোনোর পরিকল্পনা। আমরা চাই ভালো ক্রিকেট খেলতে।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, শামীম হোসেন পাটোয়ারি, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, রুবেল হোসেন।
এবারের বিশ্বকাপে প্রাথমিক পর্বের দুই গ্রুপে অংশ নেবে আটটি দল। দলগুলো হলো, বাংলাদেশ, আয়ারল্যান্ড, নামিবিয়া, নেদারল্যান্ডস, ওমান, পাপুয়া নিউগিনি, স্কটল্যান্ড ও শ্রীলঙ্কা। প্রথম রাউন্ডে ভালো করে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করতে হবে বাংলাদেশসহ এই আট দলকে। অন্যদিকে, সুপার টুয়েলভে দুই গ্রুপে আছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। তাদের সঙ্গে যোগ দেবে প্রাথমিক পর্বের সেরা চার দল।