দেশজুড়ে

মিরপুরে ড্রেনে নিখোঁজ ব্যক্তি জীবিত উদ্ধার

ঢাকা অর্থনীতি ডেস্কঃ রাজধানীর মিরপুরের কালশী খালে পড়ে নিখোঁজ হওয়া ব্যক্তিকে কালাপানি খাল থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে খালের তীরবর্তী স্থান থেকে তাকে উদ্ধার করা হয়।

বিকেলে বিষয়টি জানিয়েছেন মিরপুর ফায়ার স্টেশন অফিসার শাহাব উদ্দিন। তিনি বলেন, ‘ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরের কালাপানি খালের চর থেকে তাকে উদ্ধার করা হয়।’

শাহাব উদ্দিন বলেন, ‘মিরপুরের কালশী এলাকার একটি গার্মেন্টসের পাশের খালে চারটি নর্দমা মিশেছে। সেখানে নামেন ওই ব্যক্তি। তিনি যখন নামেন, তখন স্থানীয়রা তাকে উঠে আসতে বলেন। কিন্তু, তিনি শোনেননি। পরে স্রোত তাকে ভাসিয়ে নিয়ে যায়। এ ঘটনা আমরা জানতে পারি সকাল ৯টার দিকে।’

শাহাব উদ্দিন বলেন, ‘এরপর থেকে আমরা ঘটনাস্থলের আশপাশের লোকজন ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে ওই নিখোঁজ ব্যক্তিকে খোঁজা শুরু করি। আমাদের সঙ্গে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও দুটি ডুবুরি দল ছিল।

সর্বশেষ আমরা ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে কালাপানি খালের পাড় থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করি। তিনি জীতিত রয়েছেন। আমরা এখন পর্যন্ত যা জেনেছি বা বুঝেছি, তিনি একজন মানসিক রোগী।’

/ আরএইচএস

Related Articles

Leave a Reply

Close
Close