আশুলিয়াদেশজুড়েপ্রধান শিরোনাম
বনশ্রীতে বর্ণালীর মৃত্যুর ঘটনায় জাবিতে মানববন্ধন
ঢাকা অর্থনীতি ডেস্ক: রাজধানীর বনশ্রীতে বর্ণালী মজুমদার বন্যার মৃত্যুর ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাধারন শিক্ষার্থীরা।
রোববার দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিন করে শিক্ষার্থীরা। মানববন্ধনে শিক্ষার্থীরা, বর্ণালীর মৃত্যু সঠিক তদন্ত এবং দোষীদের দ্রুত বিচার দাবী করেন।
গত ২ জুলাই মঙ্গলবার রাতে অচেতন অবস্থায় বর্ণালীর স্বামী মিথুন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক বর্ণালীকে মৃত ঘোষণা করেন। তার স্বামী দাবি করেন বর্ণালী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এদিকে নিহত বন্যার পরিবার অভিযোগ করেন, মিথুন বিভিন্ন নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তোলেন। বিষয়টি জানতে পেরে বর্নালী প্রতিবাদ করলে মিথুন তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করত।
এ ঘটনায় স্বামী মিথুন চন্দ্র দে’কে আসামী করে রামপুরা থানায় আত্মহত্যার প্ররোচনার মামলা করেন বর্ণালীর পরিবার।
৫ বছর পূর্বে ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের বাবুল মজুমদারের মেয়ে বর্ণালী মজুমদারের সঙ্গে পৌর ৬নং ওয়ার্ডের চুনি লাল দের ছেলে মিথুন দে ওরফে রাহুলের পারিবারিকভাবেই বিয়ে হয়। তাদের দেড় বছরের একটি মেয়ে রয়েছে।