প্রধান শিরোনামবিশ্বজুড়ে

চীনের ৩৮ সামরিক বিমান তাইওয়ানের আকাশে অনুপ্রবেশ

ঢাকা অর্থনীতি ডেস্কঃ চীনের ৩৮টি সামরিক বিমান তাইওয়ানের আকাশসীমায় অনুপ্রবেশ করেছে বলে অভিযোগ করেছে দেশটি। আকাশসীমায় এটিকে চীনের সবচেয়ে বড় অনুপ্রবেশ বলেও অভিহিত করেছে তাইওয়ান।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার (১ অক্টোবর) পারমাণবিক বোমা বহনে সক্ষম এমন চীনা বিমান দুই দফা তাদের আকাশ সীমায় প্রবেশ করে।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, চীনের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে দেশটির বিরুদ্ধে অনুপ্রবেশের এ অভিযোগ আনে তাইওয়ান।

তাইওয়ানের প্রধানমন্ত্রী সু সেং-চ্যাং বলেছেন, চীনের অযৌক্তিক সামরিক আগ্রাসনের কারণে এ অঞ্চলের শান্তি নষ্ট হচ্ছে।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশ করা মানচিত্রে দেখা যায়, প্রথম দফায় চীনা বিমানগুলো এটলের প্যারাতাস দ্বীপের কাছ দিয়ে উড়ে যায়। দ্বিতীয় দফায় বিমানগুলো বাশি চ্যানেলের উপর দিয়ে উড়ে যায় যা তাইওয়ানকে ফিলিপাইন থেকে আলাদা করেছে।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের আকাশসীমায় চীনের ১৮টি জে-১৬, চারটি সু-৩০ যুদ্ধবিমান, পারমাণবিক বোমা নিক্ষেপে সক্ষম দুটি এইচ–৬ বিমান এবং একটি সাবমেরিন-বিধ্বংসী বিমান প্রবেশ করে এবং এসময় চীনা বিমানগুলোকে সতর্ক করে তাইওয়ান।

চীনকে সতর্ক করতে আকাশে যুদ্ধবিমান পাঠানোর পাশাপাশি, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা প্রস্তুত রেখেছে তাইওয়ান কর্তৃপক্ষ।

/আরএইচএস

Related Articles

Leave a Reply

Close
Close