খেলাধুলাপ্রধান শিরোনাম

‘চ্যাম্পিয়ন্স লিগ’ নতুন মৌসুম শুরু আজ

ঢাকা অর্থনীতি ডেস্কঃ চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুম শুরু হচ্ছে আজ থেকে । রাত পৌনে ১১টায় সুইস ক্লাব ইয়ং বয়েসের মুখোমুখি রোনালদোর ম্যানইউ।

ক্যাম্প ন্যুতে বায়ার্ন মিউনিখকে স্বাগত জানাবে বার্সেলোনা। ম্যাচটি শুরু হবে রাত ১টায়। ক্যাম্প ন্যুতে প্রথমবারের মত মেসিকে ছাড়া চ্যাম্পিয়ন্স লিগ শুরু করতে যাচ্ছে বার্সেলোনা।

তাদের প্রতিপক্ষ জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। দুই দলের শেষ বারের ৮-২ গোলে হেরেছিলো কাতালানরা। যা তাদের ইতিহাসের সবচেয়ে বড় ব্যবধানে হার। তাই এর প্রতিশোধে মরিয়া রোনাল্ড কোম্যানের দল।

ইনজুরি সমস্যায় জর্জরিত কাতালান ক্লাবটির ফ্রন্টলাইন। এর সাথে গ্রীজম্যানের দল ছেড়ে যাওয়াটা ভোগাবে তাদের। তবে মেম্ফিস ডিপাইয়ের ফর্ম স্বস্তি দেবে কোচকে। বাভারিয়ানদের শিবিরে নেই তেমন বড় কোন ইনজুরি সমস্যা। কোম্যান আর তোলিসো ছাড়া বাকি সবাই আছেন ফিট।

/ আর এইচ এস

Related Articles

Leave a Reply

Close
Close