বিশ্বজুড়ে
ইরানি তেলের ট্যাংকার আটক
ঢাকা অর্থনীতি ডেস্ক: বৃটেন শাসিত জিব্রাল্টারের কর্তৃপক্ষ জানিয়েছে যে, তারা একটি ইরানি সুপার ট্যাংকার আটক করেছে। সন্দেহ করা হচ্ছে যে, এই ট্যাংকার দিয়ে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র নিষেধাজ্ঞা লঙ্ঘন ক’রে অশোধিত জ্বালানি তেল সিরিয়ায় নিয়ে যাওয়া হচ্ছিল।
বৃহস্পতিবার (৫ জুলাই) জিব্রাল্টারের এই আটক ঘটনার ঘোষণায় ইরান থেকে দ্রুত প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়। ইরান বৃটেনের রাষ্ট্রদূতকে ডেকে পাঠায়।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এই ট্যাংকার আটকের ঘটনাকে “অদ্ভুদ এবং ধ্বংসাত্মক” বলে আখ্যায়িত করেন এবং বলেন, এই ঘটনা এ অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির জন্য দায়ী হবে। মন্ত্রণালয় স্বীকার করে যে, পানামায় নিবন্ধিত এই ট্যাংকারটির মালিক হচ্ছে ইরান।
পর্যবেক্ষকরা বলছেন, মে মাস থেকে মার্কিন সরকার তাদের নিষেধাজ্ঞা ছাড় তুলে নেয়ার পর থেকে ইরানি তেল আমদানি করা অল্প কিছু দেশের মধ্যে সিরিয়া একটি। এই ছাড়ের আওতায় কয়েকটি দেশকে ইরানি তেল আমদানি নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছিল।