প্রধান শিরোনামবিনোদন
টিকা নেয়ার ছবি ইনস্টাগ্রামে, ট্রলের শিকার শ্রাবন্তী
ঢাকা অর্থনীতি ডেস্কঃ কখনো সিনেমার কাজের বিষয়ে আবার কখনো ব্যক্তিগত জীবন নিয়ে টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী মাঝে মাঝেই সংবাদের শিরোনামে থাকেন। সম্প্রতি করোনাভাইরাসের টিকা নিয়েছেন তিনি আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায় নেটিজেনদের ট্রলের শিকার হলেন আলোচিত এই নায়িকা।
সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়েছে, শনিবার (৪ সেপ্টেম্বর) বেশ হাসিমুখে করোনাভাইরাসের টিকা নিয়েছেন শ্রাবন্তী। আর টিকা নেওয়ার সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছেন, ‘টিকা নিলাম… আমাদের সমাজের নিরাপত্তা ও উন্নতির জন্য সকলের টিকা নেওয়া উচিত।’
এদিকে অভিনেত্রীর এই পোস্টে একজন লিখেছেন, ‘ছবি পোস্ট না করলে কি ভ্যাকসিন কাজ করবে না?’ এছাড়া অন্য একজন এ নায়িকাকে মনে করিয়ে দিলেন- ‘করোনার টিকা নেওয়ার পরও মাস্ক পরা বাধ্যতামূলক।’
প্রসঙ্গত, এবারই প্রথম নয়, এর আগেও বেশ কয়েকবার টেনিজেনদের ট্রোলের শিকার হয়েছেন এই অভিনেত্রী। ক’মাস আগেই কনের সাজে ছবি পোস্ট করায় নেটিজেনরা তার বিয়ে নিয়ে প্রশ্ন তুলেছিলেন। কেউ কেউ তখন বলেছিলেন, ‘আরেকটা উইকেটের পতন হবে নিশ্চয়ই।’ আবার একজন বাংলাদেশের ‘কাকলি ফার্নিচার’-এর বিজ্ঞাপনের উদাহরণ দিয়ে লিখেছিলেন, ‘দামে কম মানে ভালো, শ্রাবন্তী ফার্নিচার।’
/ আর এইচ এস