খেলাধুলা
টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করল পাকিস্তান
ঢাকা অর্থনীতি ডেস্কঃ আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দলে নেই খুব বেশি চমক। ১৫ সদস্যের দলে জায়গা হয়নি শোয়েব মালিকের। তবে দলে আছেন আরেক অভিজ্ঞ মোহাম্মদ হাফিজ।
সোমবার (৬ আগস্ট) ১৮ সদস্যের এই দল ঘোষণা করেন পিসিবির প্রধান নির্বাচক মুহাম্মদ ওয়াসিম।
১৫ সদস্যের স্কোয়াডে রিজার্ভ খেলোয়াড় হিসেবে রাখা হয়েছে আরও ৩ ক্রিকেটারকে। দল থেকে বাদ পড়েছেন সরফরাজ আহমেদ। আর রিজার্ভ হিসেবে রয়েছেন শাহনেওয়াজ দাহানি, উসমান কাদির ও ফখর জামান। বিশ্বকাপের জন্য ঘোষিত দলটাই কয়েক সপ্তাহ বাদে অনুষ্ঠিত হতে যাওয়া নিউজিল্যান্ড-ইংল্যান্ড সিরিজে খেলবেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দলঃ
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ অধিনায়ক), আসিফ আলী, আজম খান, হারিস রউফ, হাসান আলী, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহিন শাহ আফ্রিদি ও শোয়েব মাকসুদ।
রিজার্ভ: শাহনেওয়াজ দাহানি, উসমান কাদির ও ফখর জামান।
/ আর এইচ এস