দেশজুড়েপ্রধান শিরোনাম

অবশেষে ১২ই সেপ্টেম্বর থেকে সব শিক্ষা প্রতিষ্ঠানে স্বশরীরে ক্লাশ শুরুর ঘোষণা

ঢাকা অর্থনীতি ডেস্ক: করোনাভাইরাসের কারণে প্রায় দেড় বছর ধরে বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। অবশেষে দেশের প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিকের সব শিক্ষা প্রতিষ্ঠান ১২ তারিখেই খুলবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপুমনি।

তিনি আরও জানান, প্রতিষ্ঠানগুলো এ জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। যাদের প্রস্তুতি কিছু বাকি রয়েছে, তারা ৯ তারিখে ভেতরেই প্রস্তুত থাকবে।

শিক্ষা প্রতিষ্ঠান খুললে তার পরিচালনা পদ্ধতি, শিক্ষা সংশ্লিষ্টদের টিকা নেয়ার হালনাগাদ, স্কুল-কলেজের শিক্ষার্থীদের টিকা নেয়াসহ সার্বিক পরিস্থিতি নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর ব্রিফ করেন শিক্ষামন্ত্রী দীপুমনি।

সিন্ধান্ত অনুযায়ী এসএসসি, এইচএসসি এবং পঞ্চম শ্রেণির ক্লাশ প্রতিদিন নেয়া হবে। বাকীদের সপ্তাহে একদিন ক্লাশ নেয়া হবে। এ সপ্তাহে ভিসিদের সঙ্গে বৈঠকের পর বিশ্ববিদ্যালয়ের ব্যাপরে সিদ্ধান্ত নেয়া হবে।

/ আর এইচ এস

Related Articles

Leave a Reply

Close
Close