ঢাকা অর্থনীতি ডেস্ক: জাপানে ত্রুটি থাকার আশঙ্কায় বাতিল করা মডার্নার টিকা গ্রহণকারী দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (২৮ আগস্ট) এই তথ্য নিশ্চিত করে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ জানায়, ওই দুই ব্যক্তি কয়েকদিন আগেই বাতিল হওয়া ব্যাচের টিকা গ্রহণ করেছিলেন। তবে মৃত্যুর ঘটনাটি এখনো তদন্ত করছে কর্তৃপক্ষ।
দূষিত পদার্থ থাকার সন্দেহে বৃহস্পতিবার ১৬ লাখ ডোজ মডার্নার টিকা বাতিল করে দেশটি। তবে মডার্না কর্তৃপক্ষ জানিয়েছিল টিকা গুলোতে ঝুঁকিপূর্ণ কোন উপাদান পাওয়া যায় নি। সতর্কতার অংশ হিসেবেই সেগুলো বাতিল করা হয়েছিল।
শুক্রবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির গণমাধ্যমগুলো জানিয়েছিল টিকায় ধাতব বস্তুর উপস্থিতি ছিল।