দেশজুড়েপ্রধান শিরোনাম
আদালতের কাঠগড়ায় ওসি প্রদীপের ফোনালাপ, ৩ পুলিশ প্রত্যাহার
ঢাকা অর্থনীতি ডেস্ক: চাঞ্চল্যকর মেজর (অব.) সিনহা হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ কার্যক্রমের সময় কাঠগড়ায় পুলিশের বরখাস্ত ওসি প্রদীপের মোবাইল ফোনে কথা বলার ঘটনায় সেখানে দায়িত্বরত ৩ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনা তদন্তে একটি কমিটিও গঠন করা হয়েছে।
বুধবার (২৫ আগস্ট) সকালে পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রদীপের মোবাইল কাণ্ডে আদালতে দায়িত্ব অবহেলার কারণে পুলিশের তিন সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সরিয়ে আনা হয়েছে। এ ছাড়া এই ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (২৩ আগস্ট) কক্সবাজার জেলার দায়রা জজ আদালতে মামলার প্রথম দিনের সাক্ষ্যগ্রহণ চলার সময় কাঠগড়ায় হাঁটু গেড়ে বসে মোবাইল ফোনে কথা বলেন মামলার প্রধান আসামি বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ। কাঠগড়ায় তার মোবাইল ফোনে কথা বলার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
অন্যদিকে সাক্ষ্যগ্রহণ চলাকালে মামলার অভিযুক্ত বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশের এজলাসে ফোনে কথা বলার বিষয়টি আদালতের নজরে আনবেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদুল আলম।
বুধবার (২৫ আগস্ট) সকালে তিনি জানান, এজলাসে ফোনে কথা বলার বিষয়টি নজরে আসার পর তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
/ আর এইচ এস