বিশ্বজুড়ে

২৬ বছরের যুবককে ‘ধর্ষণ’

ঢাকা অর্থনীতি ডেস্ক: কলকাতায় ২৬ বছরের এক যুবক তার অফিসের মালিকের হাতে ধর্ষণের স্বীকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। তাকে ধর্ষণের পাশাপাশি শারীরিকভাবেও নির্যাতন করা হয়েছে বলে জানা যায়। অভিযুক্ত ধর্ষক শুভজিৎ সরকারকে গ্রেপ্তার করা হয়েছে।
ভুক্তভোগী যুবক অভিযোগ করে বলেন, ‘২০২০ সালের জুন মাস থেকে আমি সংস্থাটিতে কাজ করছি। এই দু’মাসে আমি কাজ ছাড়ার জন্য বলেছি। মানসিকভাবে হুমকি দিত। রাতে বাড়ি যেতে দিত না। একা থাকতাম মদ খাওয়াত। রাতে নির্যাতন করত।’ঘটনার পর ভেঙে পড়েছেন ২৬ বছরের ওই যুবক।

শুক্রবার (১৩ আগস্ট) তার মেডিকেল টেস্ট করা হয়। শনিবার (১৪ আগস্ট) সে বাঁশদ্রোণী থানায় লিখিত অভিযোগ দায়ের করে। পুলিশের তরফ থেকে তাকে সোমবার থানায় আসতে বলা হয়। তবে এফআইআর কপি দেওয়া হয়নি। পরে অভিযুক্তের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

ভারতীয় আইনে পুরুষকে ধর্ষণ সংস্থা কোনো সংস্থান নেই বলে জানান আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা। তার কথায়, ‘৩৭৫ ধারায় ধর্ষণের যে সংজ্ঞা রয়েছে সেখানে মহিলার কথাই আছে। পুরুষের ক্ষেত্রে ধর্ষণের ধারায় অভিযোগ গণ্য হয় না। ৩৭৭ ধারায় মামলা রুজু করা যায়। পুরুষের ওপর নির্যাতন আইনের বিচারে সম্ভব নয়।’

পুরুষ অধিকার রক্ষা কর্মী নন্দিনী ভট্টাচার্য বলেন, ‘আশ্বস্ত হচ্ছি পুরুষের ধর্ষণের অভিযোগ স্বীকৃতি পাচ্ছে। সমাজের বোঝার সময় হয়েছে পুরুষও নির্যাতিত হন।’ /একে- সূত্র: আনন্দবাজার।

Related Articles

Leave a Reply

Close
Close