খেলাধুলাপ্রধান শিরোনাম
ক্রিকেটে অস্ট্রেলিয়ার সর্বনিম্নহারের লজ্জা !
ঢাকা অর্থনীতি ডেস্ক:অস্ট্রেলিয়াকে সর্বনিম্ন রানের লজ্জা উপহার দিল বাংলাদেশ ক্রিকেট দল। শেষ টি-টোয়েন্টি ম্যাচে মাত্র ৬২ রানে গুটিয়ে গেছে অজিরা। যা অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বনিম্ন স্কোর।
আর অস্ট্রেলিয়াকে এই সর্বনিম্ন রানের লজ্জা উপহার দেওয়ার নেতৃত্বে ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কেননা শেষ ম্যাচে ৩.৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে একাই নিয়েছেন ৪ উইকেট।
আগের ম্যাচে এক ওভারে ৩০ রান দিয়ে সমালোচনার মুখোমুখি হন সাকিব আল হাসান। কিন্তু পরের ম্যাচেই স্বরূপে ফেরেন টাইগারদের সাবেক এ অধিনায়ক।
এছাড়া সাইফুদ্দিন ৩টি, নাসুম আহমেদ ২টি এবং অধিনায়ক রিয়াদ নেন ১টি উইকেট।
এর আগে সোমবার (৯ আগস্ট) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২২ রান করে স্বাগতিকরা। দলের পক্ষে সর্বোচ্চ ২৩ রান করেন নাঈম শেখ। এছাড়া মাহমুদউল্লাহ ১৯, সৌম্য ১৬, মেহেদী ১৩ রান করেন।
এর আগে ২০০৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে সাউদাম্পটনে ৭৯ রানে অল-আউট হয়েছিল অস্ট্রেলিয়া, টি-টোয়েন্টিতে এতদিন সেটিই ছিল তাদের সর্বনিম্ন স্কোর।