প্রধান শিরোনামবিশ্বজুড়ে
আফগানিস্তানে অবস্থানরত নাগরিকদের দ্রুত দেশ ছাড়ার নির্দেশ যুক্তরাজ্যের
ঢাকা অর্থনীতি ডেস্ক: যুক্তরাজ্য সতর্ক বার্তা দিয়ে জানিয়েছে আফগানিস্তানে থাকা নিজেদের সকল নাগরিকরা যেন দ্রুত দেশটি ত্যাগ করে। প্রচণ্ড যুদ্ধ চলায় নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটার কারণে এ সতর্ক বার্তা দেওয়া হলো। খবর এএফপি’র।
ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস শুক্রবার হালনাগাদ করা তাদের ওয়েবসাইটে আফগানিস্তানে কোনো সফরে না যাওয়ারও পরামর্শ দিয়েছে।
এতে বলা হয়, ‘আফগানিস্তানে থাকা সকল ব্রিটিশ নাগরিককে যত দ্রুত সম্ভব দেশটি ত্যাগের পরামর্শ দেওয়া হচ্ছে। যদি আপনি আফগানিস্তানে থাকেন, তাহলে আপনাকে দ্রুত আফগানিস্তান ত্যাগের নির্দেশ দেওয়া হচ্ছে কারণ দেশটির নিরাপত্তা পরিস্থিতির চরম অবনতি ঘটতে দেখা যাচ্ছে।’ প্রায় দুই দশকের সংঘাতের পর মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনী প্রত্যাহারের সময় তালেবান যোদ্ধারা ব্যাপক লড়াই শুরু করে। ইতোমধ্যে তারা দেশটির অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে।
যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর জানায়, ‘সন্ত্রাসীরা আফগানিস্তানে আরও শক্তিশালী হামলা চালাতে পারে বলে জোর ধারণা করা হচ্ছে। তালেবান জঙ্গিরা হামলার সুনির্দিষ্ট পদ্ধতিগুলো কাজে লাগাচ্ছে এবং তা আরও জোরদার করছে।’
তালেবান বর্তমানে গ্রামীণ জনপদের বিস্তৃত এলাকা নিয়ন্ত্রণ করছে এবং ইরান সীমান্তবর্তী হেরাত, লস্করগাহ ও কান্দাহারসহ বিভিন্ন নগরীতে সরকারি বাহিনীকে চ্যালেঞ্জ করছে।
গত মে মাসে হামলা জোরদার করার পর শুক্রবার এই প্রথম তালেবান যোদ্ধারা প্রথম কোনো প্রাদেশিক রাজধানী দখল করে।
নিমরোজের ডেপুটি গভর্নর রোহ গুল খাইরজাদ এএফপি’কে বলেন, নিমরোজের প্রাদেশিক রাজধানী জারাঞ্জ নগরী ‘কোনো যুদ্ধ ছাড়াই’ তালেবান জঙ্গিরা দখল করে নিয়েছে।
/আর এইচ এস