দেশজুড়েপ্রধান শিরোনামসাভারস্থানীয় সংবাদ
সাভারে সিঙ্গারের গোডাউনে আগুন, ফায়ার সার্ভিসের ১২ ইউনিট ঘটনাস্থলে
নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর জোড়পুল এলাকায় ইলেকট্রনিক পণ্য সিঙ্গারের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার(০৫ আগস্ট) সকাল সাড়ে আটটার দিকে ঢাকা আরিচা মহাসড়ক থেকেই সিঙ্গার ম্যানুফ্যাকচারিং কমপ্লেক্স থেকে কালোধোয়ার কুণ্ডলী দেখা যায়।
সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান বলেন, সকাল ৮ টা ২০ মিনিটে সিঙ্গার কারখানার গোডাউনে অগ্নিকাণ্ডের খবর পাই আমরা।
শেষ খবর পাওয়া পর্যন্ত সাভার ফায়ার সার্ভিস, ঢাকা ইপিজেড ফায়ার সার্ভিস, হেমায়েতপুরের চামড়া শিল্প নগরী সহ বিভিন্ন স্থান থেকে মোট ১২ ইউনিট অগ্নিনির্বাপণে কাজ করছেন। ৩ ঘন্টার চেষ্টাতেও এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি।
এখন অব্দি কোন হতাহতের খবর পাওয়া যায়নি। গোডাউনটি সিঙ্গার এর মূল কারখানা থেকে প্রায় আধা কিলোমিটার দূরে অবস্থিত।
প্রাথমিক ভাবে জানা গেছে, সাভারে সিঙ্গারের এই কারখানায় এয়ার কন্ডিশন(এসি) মেশিন তৈরী করা হত। এখনো অগ্নিকাণ্ডের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে কোনো তথ্য জানাতে পারেনি সাভার ফায়ার সার্ভিস।
/আরএম