বিনোদন
সিনেমায় বৃষ্টির দৃশ্যধারণ বন্ধ ঘোষণা
ঢাকা অর্থনীতি ডেস্কঃ তামিলনাডুর রাজধানী চেন্নাইতে এক কলসী পানির জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে সাধারণ মানুষকে। সেই পানিও আসছে পানির ট্যাঙ্কে করে। পানীয় জলের হ্রদগুলো শুকিয়ে গেছে। অন্যদিকে সিনেমায় বৃষ্টির একটা দৃশ্য শুট করার জন্য দরকার হয় এরকম বেশ কয়েকটি ট্যাঙ্কার ভর্তি পানি। সাধারণ মানুষ যখন পানির লাইনে দাঁড়িয়ে থাকছেন, তখন পানির অপচয় করে বৃষ্টির দৃশ্য শুট করতে গিয়ে অনেক পরিচালকই বিবেকের দংশনে ভুগতে শুরু করেছেন।
এ প্রসঙ্গে তামিল ছবির পরিচালক এবং ‘ব্লু ওশান ফিল্ম অ্যান্ড টেলিভিশন একডেমী’র পরিচালক জি ধনঞ্জয় বলেন, বৃষ্টির দৃশ্য আপাতত বাদ দেওয়া হচ্ছে। পানির এমন সংকটের মধ্যে সিনেমার কাজে পানির অপচয় অপরাধের সামিল। এই সিদ্ধান্তের মাধ্যমে সাধারণ মানুষদের সচেতন করার একটা প্রয়াস চালানো হচ্ছে।
এই পরিচালক আরো জানান, সিনেমার বিষয়বস্তুর প্রেক্ষিতে বৃষ্টির দৃশ্য যদি অপরিহার্যও হয় তাহলে শুধুমাত্র জানালার একটি দৃশ্যের মাধ্যমে বৃষ্টির আবহ তৈরি করা হবে। যেখানে এক বালতি পানিতেই কাজ শেষ করা যাবে।
‘পেট্টা’ সিনেমার সহযোগী পরিচালক শ্রীনিবাসন বলেন, এটা খুবই ভাল একটা ভাবনা। কৃত্রিম বৃষ্টির যে দৃশ্য আমরা ছবিতে দেখাই, সেটা সহজেই কম্পিউটারের মাধ্যমে ভিস্যুয়াল এফেক্টস দিয়ে করা যায়। যদিও গ্রাফিক্স দিয়ে বৃষ্টির দৃশ্য তৈরির খরচা চার থেকে পাঁচ গুণ বেশি। তবুও ভবিষ্যতের কথা ভেবে পানি অপচয় না করাই ভাল।
চলচ্চিত্র পরিচালক এম ভরত কুমার বলেন, চলমান সংকটের আগেও বৃষ্টির দৃশ্যের জন্য পর্যাপ্ত পানি তামিলনাড়ুতে কখনও পাওয়া যেতো না। পর্যাপ্ত পানি যোগাতে গিয়ে হিমশিম খেতে হতো এখানকার প্রযোজকদের। এসব কারণে বৃষ্টির দৃশ্য ধারণ করতে হায়দ্রাবাদে পাড়ি জমান চিত্র পরিচালকরা।
আরেক তামিল চলচ্চিত্র পরিচালক এমএস রাজ বলেন, সিনেমার জন্য বৃষ্টির দৃশ্য অপরিহার্য হলেও এমন সংকটের সময়ে এমন দৃশ্যের চিত্রগ্রহণ বন্ধ রাখা উচিৎ। হয়তো অনেক টাকা ঢাললে পানি পাওয়া যাবে। একটি ফিল্ম ইন্ডাস্ট্রির পক্ষে অতিরিক্ত টাকা ঢালাও কোনো সমস্যা নয়। তবে, এই পরিস্থিতিতে আমরা কখনই সেটি করবো না।
এদিকে জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এরে পরিচালক কমল হাসান শুটিং-সেট থেকে সুইমিংপুল সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন। এর বদলে কৃত্রিম প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
টেলিভিশন প্রযোজনা সংস্থাগুলিও ধারাবাহিক নাটক বা রিয়্যালিটি শো-গুলোতে বৃষ্টির দৃশ্য দেখানো বন্ধ করে দিয়েছে।
চেন্নাইয়ের জলসঙ্কট নজর কেড়েছে আন্তর্জাতিক চলচ্চিত্র জগতেরও। লিওনার্দো দি ক্যাপ্রিও বিবিসির একটি প্রতিবেদন সামাজিক মাধ্যমে শেয়ার করে লিখেছেন, একমাত্র বৃষ্টিই চেন্নাই শহরকে রক্ষা করতে পারে।
/আরএম