করোনাদেশজুড়ে

দেশে লকডাউন বাড়ছে কিনা সিদ্বান্ত আজ

করোনাভাইরাস সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ বাড়বে কিনা, তা জানা যাবে আজ মঙ্গলবার (৩ আগস্ট)। লকডাউন বাড়ানোর বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের সুপারিশ বিবেচনা ও দেশের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করতে আন্তঃমন্ত্রণালয় সভা ডেকেছে সরকার।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে বেলা ১১টায় এ বিষয়ে জুম মিটিং হবে। এতে ১২ মন্ত্রী-প্রতিমন্ত্রী, ১৬ সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশ মহাপরিদর্শক, বিভিন্ন গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তা, আইইডিসিআর পরিচালক এবং করোনা-সংক্রান্ত জাতীয় কারিগরি কমিটির প্রতিনিধিরা অংশ নেবেন।

আলোচনার মাধ্যমে তারাই লকডাউনের বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. রেজাউল ইসলাম।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চলমান বিধিনিষেধ কিছুটা শিথিল করে লকডাউন আরও সাত দিন বাড়ানো হতে পারে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গত শনিবার এ বিষয়ে বলেছিলেন—‘লকডাউন বাড়ানোর বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের পরামর্শ আমাদের মাথায় আছে। কারণ সব কিছুর সমন্বয় আমাদের করতে হবে। সে জন্য আমরা বলছি যে, একটু সময় নেব। ৩ বা ৪ আগস্ট এ বিষয়ে সিদ্ধান্ত হবে।’

Related Articles

Leave a Reply

Close
Close