খেলাধুলা
পেনাল্টি মিস করে বর্ণবাদের শিকার ইংলিশ ফুটবলার
ঢাকা অর্থনীতি ডেস্ক: ইউরো কাপের ফাইনালে পেনাল্টি মিস করায় ইংল্যান্ডের তিন ফুটবলারকে নিয়ে সামাজিক মাধ্যমে বর্ণবাদী মন্তব্য করেছেন ইংলিশ সমর্থকরা। এ নিয়ে তদন্ত শুরু করেছে লন্ডন পুলিশ।
টাইব্রেকারে পেনাল্টি নিতেই মাঠে নামানো হয়েছিলো মার্কাস রাশফোর্ড, জ্যাডোন সাঞ্চো এবং বুকায়ো সাকাকে। আর এই তিন জনের কেউই শ্বেতাঙ্গ নয়। তাদের তিন জনের করা পেনাল্টি মিস হলে জিতে যায় ইতালি। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তিন ফুটবলারের গায়ের রঙ নিয়ে করা হয় বর্ণবাদী মন্তব্য।
দেশটির ফুটবল এসোসিয়েশন বর্ণবাদী মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তিন ফুটবলারের পাশে দাঁড়িয়েছে। এদিকে লন্ডন পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছে এই ধরনের আচরণ গ্রহণযোগ্য নয় এবং এটির তদন্ত করা হচ্ছে।