প্রধান শিরোনামসাভারস্থানীয় সংবাদ

সাভারে নারীসহ ৮ মাদক কারবারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: সাভারে র ্যাবের অভিযানে দুই নারীসহ ৮ মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। এসময় ইয়াবা ও বিয়ার উদ্ধার করা হয়।

বুধবার সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৪ এর সিপিসি-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান। এরআগে মঙ্গলবার রাতে আনন্দপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার হয়। এসময় তাদের তল্লাশ করে ১১৪৭ পিস ইয়াবা, ০২ ক্যান বিয়ারসহ মাদক বিক্রির ১৭ হাজার টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- মানিকগঞ্জের বিপ্লব হোসেন (৩৮), মোছা: রোকেয়া (৩৬), মো. রাকিব হাসান, ঢাকা জেলার মো. সানোয়ার হোসেন (৩৬), আরিফুর রহমান (২৮), সিরাজগঞ্জ জেলার মোঃ জহির ইসলাম (৩৮), মাদারীপুরের মোছা: মহি আক্তার ও গোপালগঞ্জের মো. ওমর সরদার

লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, গ্রেফতার আসামীরা প্রাথমিকভাবে মাদক বিক্রির কথা স্বীকার করে। তারা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলো।

তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Close
Close