প্রধান শিরোনামস্বাস্থ্য
দেশে করোনা পরিস্থিতির অনেকটাই অবনতি হয়েছে: স্বাস্থ্য অধিদফতর
ঢাকা অর্থনীতি ডেস্ক: গত এক সপ্তাহে করোনা পরিস্থিতির অনেকটাই অবনতি হয়েছে। স্বাস্থ্যবিধি মানার বিষয়ে সব পক্ষ সহযোগিতা না করলে দেশের পরিস্থিতি শোচনীয় বলে শঙ্কা জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
বুধবার (২৩ জুন) দুপুর নিয়মিত ব্রিফিং-এ এমন শঙ্কার কথা জানান অধিদফতরের মুখপাত্র ডা. রোবেদ আমিন। বলেন, করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। স্বাস্থ্যবিধি মানাতে আইনশৃঙ্খলাবাহিনীকে কঠোর হবার পরামর্শ দেন তিনি।
তিনি আরও বলেন, ঢাকার চারপাশের জেলাগুলোতে সঠিকভাবে লকডাউন পালিত হলে রাজধানীতে লকডাউনের প্রয়োজন পরবে না বলেও জানানো হয় ব্রিফিং এ।