দেশজুড়ে
অটোরিকশা বন্ধে কঠোর হওয়ার আহ্বান সেতুমন্ত্রীর
ঢাকা অর্থনীতি ডেস্কঃ ঢাকা মহানগরীতে ইজিবাইক, ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও দুই সিটি কর্পোরেশনকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) বোর্ড সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ আহ্বান জানান তিনি।
সেতুমন্ত্রী বলেন, ডিটিসিএ প্রদত্ত বহুতল ভবনের জন্য ট্রাফিক ক্লিয়ারেন্স ছাড়পত্র গ্রহণের বিষয়টি আইনগত বিধি-বিধানের আওতায় রাজউকের সঙ্গে আলোচনা করে নিষ্পত্তি করতে হবে। সমন্বয়হীনভাবে ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় সড়ক খনন করা যাবে না।
ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার বাংলাদেশ উন্নয়ন-অর্জনে সারাবিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। কিন্তু ঢাকা শহর কেনো পিছিয়ে থাকবে? এ বিষয়ে ডিটিসিএ-কে ঢাকার দুই মেয়রকে প্রয়োজনীয় সহযোগিতা করতে হবে।
ডিটিসিএ’র বোর্ড সভায় ভার্চুয়ালি যুক্ত হন- ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, নারায়ণগঞ্জ সিটি মেয়র সেলিনা হায়াত আইভি, এমপি নজরুল ইসলাম বাবু, সাগুফতা ইয়াসমিন এমিলি, ডিটিসিএ’র নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুর রহমান, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও ডিএমপি কমিশনার।
/এন এইচ