কৃষিবিশ্বজুড়েশিল্প-বানিজ্য

খাদ্য সংকটে ভুগছে কিম জং উনের দেশ

ঢাকা অর্থনীতি ডেস্ক: এক বিবৃতিতে উত্তর কোরিয়ার সুপ্রিম লিডার কিম জং উন জানিয়েছেন যে, খাদ্য সংকটে ভুগছে তার দেশ। গত বছর টাইফুন সৃষ্ট বন্যায় খাদ্য শস্যের উৎপাদন আশানুরূপ না হওয়ায় এখন খাদ্য সংকটে ভুগছে দেশটি।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এনকে নিউজের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে যে, ভয়াবহ খাদ্য সংকটে ভুগছে দেশটি। রাষ্ট্রীয় নীতি নির্ধারণের উদ্দেশ্যে আয়োজিত এক বৈঠকে খাদ্য সংকটের ইস্যুতে দেশটির সিনিয়র নীতি নির্ধারকদের সামনে উদ্বেগ প্রকাশ করেছেন কিম জং উন। উল্লেখ্য, গত বছর টাইফুন সৃষ্ট বন্যায় ভেসে গিয়েছিল দেশটি। ফলে সেখানে খাদ্য শস্যের মারাত্মক ঘাটতি দেখা দিয়েছে। আর প্রতিবেশী দেশগুলোর সাথে সব রকমের সীমান্ত বাণিজ্য বন্ধ থাকায় কমে গেছে আমদানি, বেড়েছে সব ধরণের খাদ্যদ্রব্যের দাম।

এছাড়া করোনা সংক্রমণ কমাতে গত এক বছরের বেশী সময় যাবত প্রতিবেশী চীনের সাথে সীমান্ত বাণিজ্য বন্ধ রয়েছে উত্তর কোরিয়ার। ফলে খাদ্যশস্য, সার ও জ্বালানী তেলের সংকটও সৃষ্টি হয়েছে দেশটিতে।

নিজেদের পারমাণবিক প্রকল্পের কারণে মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞায় থাকা উত্তর কোরিয়া দীর্ঘদিন যাবত চেষ্টা করছে তাদের অর্থনীতি পুনরুদ্ধারের। এরমধ্যে বিশ্বব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি, প্রাকৃতিক দূর্যোগ, ও বৈদেশিক অর্থনৈতিক নিষেধাজ্ঞায় আপাতত বেশ বিপাকে পড়েছে দেশটি।

Related Articles

Leave a Reply

Close
Close