খেলাধুলাদেশজুড়েপ্রধান শিরোনাম
দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল
ঢাকা অর্থনীতি ডেস্ক: বিশ্বকাপ ও এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচ খেলে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বৃহস্পতিবার (১৭ জুন) ভোরে ২৩ সদস্যের স্কোয়াড নিয়ে দেশে ফিরেছে জেমি ডে’র শিষ্যরা।
শেষ দুই ম্যাচে ভারত ও ওমানের কাছে হারের পরও হাসিমুখেই দেশে ফিরলেন তারা। ২০২৩ এশিয়ান কাপের বাছাইয়ে সরাসরি খেলবে বাংলাদেশ, প্রতি গ্রুপের পঞ্চম স্থানে থাকা দলগুলোর মধ্যে ৩য় হওয়ায় খেলতে হচ্ছে না প্লে-অফ। তাই এই হাসি জাতীয় দলের খেলোয়াড়দের। বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ে যে টার্গেট ছিল তা পূরণ হওয়ায় জেমির মুখেও চওড়া হাসি।
কাতার থেকে সুখবর নিয়ে এসে ফুটবলাররা এখন তিনদিনের হোম কোয়ারেন্টিনে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিধিনিষেধ যথাযথভাবে শেষ করে ফুটবলাররা নেমে পড়বেন ঘরোয়া আসরে।
আগামী সপ্তাহে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। বিশ্বকাপ বাছাইপর্বে ৮ ম্যাচের মধ্যে ৬টিই হেরেছে বাংলাদেশ। ড্র করেছে দুটিতে।