আশুলিয়াপ্রধান শিরোনামসাভারস্থানীয় সংবাদ

শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশি টহল বাড়ানো হবে; শিল্প পুলিশের অতিরিক্ত আইজিপি

নিজস্ব প্রতিবেদক: শিল্পকারখানার নিরাপত্তা নিশ্চিত করতে শিল্প পুলিশ সর্বদা কাজ করে যাচ্ছে পাশাপাশি শিল্প শ্রমিকদের সুরক্ষার জন্য শ্রমিক কলোনী ও শিল্পকারখানা এলাকার সড়ক- মহাসড়কে শিল্প পুলিশের টহল জােরদার করা হয়েছে বলে জানিয়েছেন শিল্প পুলিশের অতিরিক্ত আইজিপি মো. শফিকুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম।

বৃহস্পতিবার (০৩ জুন) দুপুরে সাভারের আশুলিয়ার শ্রীপুর এলাকায় শিল্প পুলিশ কার্যালয়ে বিভিন্ন শিল্প কারখানা মালিক, শ্রমিক, জনপ্রতিনিধি ও শ্রমিক নেতাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা জানান।

শিল্প পুলিশের অতিরিক্ত আইজিপি এসময় আরও বলেন, শ্রমিকদর সরকার সর্বােচ্চ সুবিধা নিশ্চিত করতে কাজ করছে সরকার। বাংলাদশের রপ্তানীত শ্রমিকদের ভুমিকা তুলে ধরে তিনি আসন্ন কােরবানীর ঈদের আগেই পােশাক কারখানার শ্রমিকদের বেতন ও ঈদ বােনাস পরিশোধের জন্য মালিকদের প্রতি আহবান জানান।

মতবিনিময় সভায় এসময়, সাভার পৌর মেয়র আব্দুল গণি, বাংলাদশ পাশাক রপ্তানী প্রস্তকারক প্রতিষ্ঠান (বিজিএমইএর) সহ-সভাপতি খালেদ মুনসুর, শিল্প পুলিশ ১ এর পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামানসহ আরাে অনেক উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Close
Close