দেশজুড়ে

তরমুজের পর এবার কলাও কেজি দরে বিক্রি শুরু

ঢাকা অর্থনীতি ডেস্কঃ তরমুজের পর এবার কলাও কেজি দরে বিক্রি শুরু হয়েছে। চট্টগ্রামের একটি সুপার শপে ‌‘অফার’ দিয়ে কেজি দরে কলা বিক্রি হচ্ছে। প্রতিষ্ঠানের হেড অব অপারেশন বলেন, লোকসান কাটানোর জন্য তারা কেজি হিসেবে কলা বিক্রি করেছেন।

চট্টগ্রামের সুপার শপ দ্য বাস্কেটে বৃহস্পতিবার (২৭ মে) কলা বিক্রির একটি বিজ্ঞাপন দেওয়া হয়। পিক অব দ্য উইক শিরোনামের ক্যাম্পেইনে সাগর কলা প্রতি কেজি ৪৫ টাকা দরে বিক্রির অফার দেয়। মূলত এই কলা বিক্রি করা হয় ৫৮ টাকা কেজি দরে। ক্যাম্পেইন উপলক্ষে ১৩ টাকা ছাড় দেওয়া হয়েছে। দ্য বাস্কেটের অফিসিয়াল ফেসবুক পেজে এই বিজ্ঞাপন দেওয়া হয়।

এ ব্যাপারে জানতে চাইলে দ্য বাস্কেটের হেড অব অপারেশন মো. নিজাম উদ্দিন বলেন, ‘প্রথমে কলা পিস হিসেবে বিক্রি করেছিলাম। এভাবে বিক্রি করতে গিয়ে আমরা লোকসানের সম্মুখীন হচ্ছি। তাই এখন কেজি হিসেবে বিক্রি শুরু করেছি। এর ফলে আমাদের লোকসানে পড়তে হবে না।’

এ ব্যাপারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের চট্টগ্রামের সহকারী পরিচালক মোহাম্মদ হাসানুজ্জামান বলেন, ‘কেজি হিসেবে কলা কীভাবে বিক্রি করছে আমরা খোঁজ নেব। প্রয়োজনে বাস্কেটে গিয়ে বিষয়টি দেখা হবে।’

তিনি আরও বলেন, ‘তারা কেজিতে কলা বিক্রি করলেও কলা ক্রয় করার সময় কীভাবে কিনছেন সেটা দেখা হবে। দুইটার মধ্যে পার্থক্য থাকলে কৃষি বিপণন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close