খেলাধুলা

টাইগারদের ইতিহাস গড়ার হাতছানি

ঢাকা অর্থনীতি ডেস্ক: ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে অনেকটা হেসেখেলেই জিতেছে বাংলাদেশ। বাকি দুই ম্যাচের একটিতে জিতলেই তামিম ইকবালের নেতৃত্বাধীন দলটি পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যাবে। একই সঙ্গে টাইগাররা পাবে নতুন ইতিহাস গড়ার সুযোগ।

কারণ উপমহাদেশের বড় বড় দলকে হারালেও শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ কখনও ওয়ানডে সিরিজে জয় লাভ করেনি। দুইবার সিরিজ জয়ের দ্বারপ্রান্তে এসেও শেষ পর্যন্ত সফল হতে পারেনি টাইগাররা। তবে এবার আছে সেই সুযোগ।

বাংলাদেশ-শ্রীলঙ্কা এ পর্যন্ত আটটি সিরিজ খেললেও ছয়টি সিরিজই নিজেদের করে নিয়েছিলেন লঙ্কানরা। আর ২০১৩ ও ২০১৭ সালের দুই সিরিজ শেষ হয়েছে ১-১ ম্যাচের সমতায়। দুই ড্রতেই বড় অবদান বৃষ্টির।

অবশ্য মঙ্গলবার (২৫ মে) অনুষ্ঠিত হতে যাওয়া সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও বৃষ্টির চোখ রাঙানির আশঙ্কা রয়েছে। পরের ম্যাচ শুক্রবার (২৮ মে)। দিবারাত্রির ম্যাচগুলো মাঠে গড়াবে দুপুর ১টায়। সবগুলো খেলা হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। বিশ্বকাপ সুপার লিগের অংশ হওয়ায় সিরিজটি দু’দলের জন্যই খুব গুরুত্বপূর্ণ।

Related Articles

Leave a Reply

Close
Close