দেশজুড়ে

বাংলাদেশে গত ২৬ কার্যদিবসে অনলাইনেই ৪৪ হাজার মানুষের জামিন

ঢাকা অর্থনীতি ডেস্কঃসারা দেশে অধস্তন আদালত ও ট্রাইব্যুনালে ৮২ হাজার ৯৪৩টি মামলায় জামিনের দরখাস্ত ভার্চুয়ালি শুনানির মাধ্যমে নিষ্পত্তি হয়েছে।

সুপ্রিম কোর্টের মুখপাত্র ও বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, গত ১২ এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত মোট ২৬ কার্যদিবসে সারা দেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ৮২ হাজার ৯৪৩টি মামলায় জামিনের দরখাস্ত ভার্চুয়াল শুনানির মাধ্যমে নিষ্পত্তি হয় এবং মোট ৪৪ হাজার ৮০ জন হাজতি অভিযুক্ত ব্যক্তি জামিনপ্রাপ্ত হয়েছেন। এ ২৬ কার্যদিবসে ভার্চুয়াল আদালতের মাধ্যমে মোট জামিনপ্রাপ্ত শিশুর সংখ্যা ৫৮৮।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close