দেশজুড়ে
আগামীকাল দ্বিতীয় ধাপে রাজধানীতে ভোটার হালনাগাদ শুরু
ঢাকা অর্থনীতি ডেস্কঃ ভোটার তালিকা হালনাগাদের প্রথম ধাপের তথ্য সংগ্রহণ শেষ এইবার ২য় ধাপের হালনাগাদের কাজ শুরু করতে যাচ্ছে ইসি।
আগামীকাল বুধবার (৩ জুলাই) শুরু হবে দ্বিতীয় ধাপের তথ্য সংগ্রহ। দ্বিতীয় ধাপে ঢাকা মহানগরীর ১২টি থানার ভোটারদের তথ্য সংগ্রহ করা হবে। ভোটারদের এ তথ্য সংগ্রহ চলবে ২৩ জুলাই পর্যন্ত।
মঙ্গলবার (২ জুলাই) দুপুরে এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন ইসি সচিব মোহাম্মদ আলমগীর।
রমনা, মতিঝিল, পল্লবী, মিরপুর, তেজগাঁও, ধানমন্ডি, ক্যান্টনমেন্ট, মোহাম্মদপুর, গুলশান, লালবাগ, উত্তরা ও বসুন্ধরার তথ্য সংগ্রহ করা হবে।
এ বিষয়ে ইসির এক নথিতে বলা হয়েছে, ঢাকা মহানগরীর ১২টি থানায় নির্বাচন অফিসের আওতাধীন ভোটার তালিকা হালনাগাদের জন্য ৪৩২ জন সুপারভাইজার নিয়োগ করা হয়েছে। আগামী ৩ থেকে ২৩ জুলাই পর্যন্ত তথ্যসংগ্রহকারীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। মৃত ভোটারদের নাম বর্তমান তালিকা থেকে বাদ দেয়ার জন্যও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন।
এবার ভোটার তালিকা হালনাগাদে যাদের বয়স ২০০১ সালের ১ জানুয়ারি বা তার আগে, যাদের জন্ম ২০০২ সালের ১ জানুয়ারি বা তার আগে, যাদের জন্ম ২০০৩ সালের ১ জানুয়ারি বা তার আগে এবং যাদের জন্ম ২০০৪ সালের ১ জানুয়ারি বা তার আগের-তাদের তথ্য সংগ্রহ করা হচ্ছে।
যাদের তথ্য সংগ্রহ করা হবে তাদেরকে নির্ধারিত দিনে সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন কেন্দ্রে গিয়ে ছবি তুলে ও আঙুলের ছাপ দিয়ে অবশ্যই নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে হবে।