আশুলিয়াস্থানীয় সংবাদ
আশুলিয়ায় গাজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক: আশুলিয়ায় ২০ কেজি গাজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৪। এসময় জব্দ করা হয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ।
শুক্রবার সকালে আশুলিয়ার শ্রীপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ০৩ মাদক কারবারিকে গ্রেফতার হয়। আসামীরা হলো- দিনাজপুর জেলার মোঃ ফরিদুল ইসলাম (৪২), কুমিল্লার মোঃ ইমরান খান (২৭) ও মোঃ হাবিবুর রহমান।
র্যাব-৪ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দেশে সীমান্তবর্তী এলাকা থেকে পিকাপযোগে বিশেষ কৌশলে মাদকদ্রব্য গাজা রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে বিক্রয় করে আসছিলো।
তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।