বিনোদন

শিল্পা শেঠির পরিবার করোনায় আক্রান্ত

ঢাকা অর্থনীতি ডেস্ক: ভারতীয় বিনোদন অঙ্গনে একের পর এক তারকা করোনায় আক্রান্ত হচ্ছেন। প্রাণ হারিয়েছেন কেউ কেউ। বলিউডের জনপ্রিয় নায়িকা দীপিকা পাড়ুকোনও পরিবারসহ করোনায় আক্রান্ত হয়েছেন। এবার শোনা গেল, নায়িকা শিল্পা শেঠির পরিবার করোনায় আক্রান্ত। এমনকি তাঁর এক বছরের মেয়ে সমীষাও এ ভাইরাসে আক্রান্ত। শিল্পার আট বছরের ছেলে ভিয়ানও। তবে এই নায়িকার করোনার রিপোর্ট নেগেটিভ এসেছে।

মুম্বাইয়ের জুহুতে থাকেন শিল্পা শেঠি। একমাত্র শিল্পা বাদে গৃহকর্মী থেকে শুরু করে পুরো পরিবার করোনার শিকার। শিল্পা সামাজিক যোগাযোগমাধ্যমে পরিবারের করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন। ইনস্টাগ্রামের এই পোস্টে তিনি লিখেছেন, ‘গত ১০ দিন আমাদের পরিবারের জন্য বেশ কঠিন সময় ছিল। প্রথমে আমার শ্বশুর-শাশুড়ি করোনা পজিটিভ হন। এরপর সমীষা, ভিয়ান, আমার মা আর রাজ করোনায় আক্রান্ত হন। সব নিয়ম মেনে যে যাঁর নিজের ঘরে আইসোলেশনে আছেন। আর চিকিৎসকের পরামর্শমতো চলছেন। আমার বাড়ির দুজন গৃহকর্মীও করোনা পজিটিভ। তাদেরও চিকিৎসা চলছে।’

শিল্পা ইনস্টাগ্রাম পোস্টে আরও জানিয়েছেন, তিনি করোনা নেগেটিভ। শিল্পা বলেন, ‘ঈশ্বরের করুণায় সবাই সুস্থতার পথে। আমার পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। আমরা সব নিয়ম মেনে চলছি। বিএমসি কর্মকর্তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ। আপনি কোভিড পজিটিভ হন কিংবা না হন, অবশ্যই মাস্ক পরুন এবং স্যানিটাইজ করতে থাকুন। সুরক্ষিত থাকুন আর মানসিকভাবেও সুস্থ থাকুন।’

কিছুদিন আগে সনি টেলিভিশন চ্যানেলের ড্যান্স রিয়েলিটি শো ‘সুপার ড্যান্সার চ্যাপ্টার ফোর’–এর শুটিং করছিলেন শিল্পা। এই ড্যান্স রিয়েলিটি অনুষ্ঠানে তাঁকে বিচারকের আসনে দেখা গেছে। শিল্পার পরিবার করোনায় আক্রান্ত হওয়ায় তাঁর জায়গায় দেখা যাবে মালাইকা অরোরাকে। সনি চ্যানেল কর্তৃপক্ষ এই ঘোষণা দিয়েছেন।
টেলিভিশনটি এই অনুষ্ঠানের একটি নতুন প্রোমো শেয়ার করেছে। সেখানে শিল্পার পরিবর্তে মালাইকাকে বিচারকের আসনে দেখা গেছে।

Related Articles

Leave a Reply

Close
Close