বিশ্বজুড়ে

ভারতে কোভিড হাসপাতালে আগুন, মৃত্যু বেড়ে ১৮

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে একটি কোভিড হাসপাতালে আগুন লেগেছে। এ ঘটনায় ১৮ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার মধ্যরাতে ওই হাসপাতালে আগুন লাগে। ভরুচের পুলিশ সুপার রাজেন্দ্রসিন চুরাসামা জানিয়েছে, আগুন এবং আগুনের ধোঁয়া ছড়িয়ে পড়ায় মৃত্যু হয়েছে ওই রোগীদের।

ভরুচ-জামবুসা হাইওয়েতে রয়েছে ওই কোভিড হাসপাতালটি। আগুন লাগার সময় চারতলা ওই হাসপাতালে মোট ৭০ জন করোনা রোগী ভর্তি ছিলেন। তাদের মধ্যে ২৪ জন ছিলেন আইসিইউতে। আগুন লাগার পর ওই এলাকার স্থানীয়রা এবং দমকলকর্মীরা মিলে রোগীদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যান।

রাত ১টা নাগাদ হাসপাতালের এক তলায় আগুন লাগে তারপর ছড়িয়ে পড়ে সেই আগুন। ঘণ্টাখানেকের মধ্যেই দমকলবাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানা গেছে।

পুলিশ সুপার রাজেন্দ্রসিন চুরাসামা বলেছেন, শনিবার সকাল সাড়ে ৬টায় জানা গেছে ১৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১২ জনের মৃত্যু হয়েছে আগুন লাগার সময়ই। বাকি ৬ জনের মৃত্যু আগুনের জেরে হয়েছে না অন্য হাসপাতালে স্থানান্তরিত করার সময় হয়েছে, সে ব্যাপারে এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।

কী ভাবে ওই হাসপাতালে আগুন লাগল সে ব্যাপারেও এখনো কিছু জানা যায়নি।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close