বিনোদন
পরিবারের সঙ্গেই হোলি খেললেন শিল্পা শেঠি !
ঢাকা অর্থনীতি ডেস্ক: করোনার প্রভাবে এবার বি-টাউনে তারকাদের হোলি পার্টির বিশেষ খবর মেলেনি। তবে বাড়িতে নিজেদের পরিবারের সঙ্গে রং খেলতে ছাড়েননি তারকারা। নিজের পরিবারের সঙ্গে হোলি সেলিব্রেট করেছেন অভিনেত্রী শিল্পা শেঠি। সেই ছবি ইনস্টাগ্রামে পোস্টও করেছেন শিল্পা।
হোলির দিন একফ্রেমে স্বামী রাজ কুন্দ্রার সঙ্গে ছেলে ভিয়ানের এবং মেয়ে সামিশা শেঠির ছবিও পোস্ট করেন শিল্পা শেঠি।
শিল্পার পোস্ট করা আরও একটি ছবিতে দেখা যাচ্ছে শেঠি ও কুন্দ্রা পরিবারকে। যেখানে শিল্পা মা সুনন্দা শেঠি, শাশুড়ি মা ঊষারানি কুন্দ্রা , শ্বশুরমশাই বালকৃষ্ণ কুন্দ্রা সহ সকলকেই দেখা যাচ্ছে।
টানা ১ বছর মেয়েকে পাপারাৎজির নজর থেকে আড়ালে রাখার পর গত ১৫ ফেব্রুয়ারি প্রথম জন্মদিনে মেয়ের একটি ভিডিয়ো প্রকাশ করেন শিল্পা শেঠি।
গতবছর ১৫ ফেব্রুয়ারি সারোগেসির মাধ্যমে মেয়ে সামীশা শেঠির মা হন শিল্পা শেঠি। ছেলে ভিয়ানের জন্মের পর বেশ কয়েকবার গর্ভপাতের সম্মুখীন হন শিল্পা শেট্টি। এরপরই রাজ এবং শিল্পা সারোগেসির মাধ্যমে বাবা-মা হওয়ার সিদ্ধান্ত নেন বলে জানা যায়।