দেশজুড়েপ্রধান শিরোনাম

বিশ্বে সুখী রাষ্ট্রের তালিকায় ভারত-পাকিস্তানের আগে বাংলাদেশ

ঢাকা অর্থনীতি ডেস্কঃ বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় ভারত ও পাকিস্তানকে পিছনে ফেলে দিয়েছে বাংলাদেশ। ৯৫টি দেশ নিয়ে তৈরি করা এক আংশিক তালিকায় বাংলাদেশের অবস্থান ৬৮তম এবং ভারত ৯২তে। সেখানে পাকিস্তানের নাম নেই।

শুক্রবার (১৯ মার্চ) জাতিসংঘের টেকসই উন্নয়ন সমাধান নেটওয়ার্ক (এসডিএসএন) ওয়ার্ল্ড হ্যাপিনেসের আংশিক প্রকাশিত রিপোর্টের থেকে এ তথ্য জানা গেছে।

শনিবার (২০ মার্চ) বিশ্ব সুখ দিবস। আর আজকেই সুখী দেশের তালিকা নিয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদনটি প্রকাশ করা হবে। তখন জানা যাবে তালিকায় ৯৫ এর পরে আর কোন কোন রাষ্ট্র আছে। পূর্ণাঙ্গ তালিকা প্রকাশিত হলে পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার অন্যান্য রাষ্ট্রের অবস্থানও জানা যাবে।

আংশিক প্রকাশিত এ তালিকায় শীর্ষে রয়েছে ফিনল্যান্ড। ফিনল্যান্ডের পরেই আছে আইসল্যান্ড, ডেনমার্ক, সুইজারল্যান্ড ও নেদারল্যান্ডসের নাম। তালিকায় যে ৯৫টি দেশের নাম প্রকাশিত হয়েছে, তাতে সবার নিচে অবস্থান করছে জিম্বাবুয়ে। দেশটির ওপরেই রয়েছে তানজানিয়া, জর্ডান, ভারত ও কম্বোডিয়া।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close