ব্যাংক-বীমাশিল্প-বানিজ্য
দেশে যাত্রা শুরু করলো নতুন ব্যাংক ‘বেঙ্গল’
ঢাকা অর্থনীতি ডেস্কঃ দেশের ৬০তম তফসিলি ব্যাংক হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড।
বুধবার(১০ মার্চ) সন্ধ্যায় রাজধানীর একটি ফাইভ স্টার হোটেলে জমকালো অনুষ্ঠানে ব্যাংকটি উদ্বোধন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
ব্যাংকের চেয়ারম্যান মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, প্রধানমন্ত্রীর বেসরকারি খাতবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সংসদ সদস্য মোরশেদ আলম, এফবিসিসিআইএর সভাপতি শেখ ফজলে ফাহিম, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, বেঙ্গল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদসহ এর কয়েকজন উদ্যোক্তা।
গত বছরের ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের ৪০২তম পর্ষদ সভায় ব্যাংকটির চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। এর মোট উদ্যোক্তা ২৪ জন। বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক গত বছরের নভেম্বরে যাত্রা শুরু করার কথা থাকলেও করোনার কারণে সেটি হয়নি।
ব্যাংকটির চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে বেঙ্গল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মো. জসিম উদ্দিনকে।
/আরএম