প্রধান শিরোনামসাভারস্থানীয় সংবাদ
সাভারে খালের জমিতে স্থাপনা তৈরি, বন্ধের নির্দেশ এসিল্যান্ডে
নিজস্ব প্রতিবেদক: সাভারের হেমায়েতপুরে সরকারি খালের জমি দখল করে অবৈধভাবে স্থাপনা তৈরি করার সময় কাজ বন্ধ করে দিয়েছে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।
মঙ্গলবার (০৯ মার্চ) দুপুরে হেমায়েতপুরের জয়নাবাড়ী এলাকায় হাজী আবুল হাশেম হাসুর স্থাপনা নির্মানের কাজ বন্ধ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ আব্দুল্লাহ আল মাহফুজ জানান, জয়নাবাড়ী খালের জমি দখল করে পাঁচ তলা ভবন নির্মানের জন্য ফাউন্ডেশন করছিলো এমন খবরের ভিত্তিতে সেই এলাকা গিয়ে নির্মানের সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এবং পরবর্তী নির্দেশনা ছাড়া কাজ বন্ধ রাখতে বলা হয়েছে।
তিনি বলেন, আমরা আপাতত নির্মান কাজ বন্ধ রেখেছি। খালের নকশা বের করে পরিমাপ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, খালের পাশে জমিটির মালিক হাজী আবুল হাশেম হাসু।