আশুলিয়াদেশজুড়েপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ
সেনাবাহিনীকে আধুনিকায়নের পাশাপাশি আরও প্রশিক্ষিত করে তুলতে হবে; সেনাপ্রধান (ভিডিও)
নিজস্ব প্রতিবেদক: দেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে সেনাবাহিনীকে আধুনিকায়নের পাশাপাশি আরও প্রশিক্ষিত করে তুলতে হবে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।
বুধবার (০৩ মার্চ) সকাল সাড়ে ১১টায় সাভার সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় সেনাপ্রধান বলেন, আমাদের মূল শক্তি পদাতিক বাহিনীকে আধুনিকায়নের জন্য বিভিন্ন পরিকল্পণা মাফিক অগ্রসর হচ্ছি। অত্যাধুনিক ইনফিন্ট্রির জন্য আমরা বিভিন্ন সরঞ্জমাদি সংযুক্ত করছি। অর্থাৎ সামগ্রিক ভাবে সেনাবাহিনীকে আধুনিকায়নের জন্য সরকারি দিক নির্দেশনা ও আমাদের চাহিদা মাফিক আমরা এগিয়ে যাচ্ছি।
এর আগে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি। প্রতিযোগিতায় ৭ম পদাতিক ডিভিশন দল চ্যাম্পিয়ন ও ২৪ পদাতিক ডিভিশন রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।
নবম পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশ সেনাবাহিনীর সকল ডিভিশনের ১৫টি দল গত ২৪ ফেব্রয়ারি শুরু হওয়া এই ফায়ারিং প্রতিযোগিতায় অংশ নেয়। ১৩জন নারী সেনাসদস্যসহ মোট প্রতিযোগী ছিল ২০০জন।