দেশজুড়ে

ইউএস বাংলার সক্ষমতার মতই ‘ঢাকা পোস্ট’ দেশের শীর্ষ স্থান দখল করবেঃ ত্রাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী বলেছেন, ইউএস বাংলা এয়ারলাইনসে যেমন সক্ষমতা অর্জন করেছে, তেমনি তাদের নেতৃত্বে ঢাকা পোস্ট দেশের শীর্ষ অনলাইন হিসাবে প্রতিষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়া প্রেসক্লাবের অডিটরিয়ামে ঢাকা পোস্ট অনলাইন নিউজ পোর্টালের উদ্বোধনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ঢাকা পোস্ট ইউএস বাংলা গ্রুপের একটি প্রতিষ্ঠান। এয়ারলাইনসে তারা যেমন সক্ষমতা অর্জন করেছে, ঠিক তেমনি তাদের নেতৃত্বে ঢাকা পোস্টও দেশের শীর্ষ অনলাইন পোর্টাল হিসাবে প্রতিষ্ঠিত হবে। তারা চিকিৎসা শাস্ত্রে মেডিকেল কলেজ নির্মান করেছে। এছাড়া বিভিন্নভাবে তারা সক্ষমতা দেখিয়ে।

তিনি বলেন, আজ আমাদের আনন্দের দিন গণমাধ্যমে নতুন একটি অনলাইন নিউজ পোর্টাল যুক্ত হয়েছে। আমরা এখন দেখছি যে, মানুষ পত্রিকা পড়া কমিয়ে দিয়েছে, টিভি দেখাও কমিয়ে দিয়েছে। আমাদের ঘরে গিয়ে টিভি দেখতে হয় না। প্রতি মহুর্তের খবর মানুষ অনলাইন নিউজ পোর্টালে তার মোবাইলে দেখতে পাচ্ছে মানুষ।

এনামুর রহমান বলেন, অনলাইন নিউজ পোর্টালের দর্শক সংখ্যা বেড়ে যাচ্ছে। আমরা খবর নিয়েছি, যে সমস্ত নিউজ পোর্টাল ইতিমধ্যে চালু হয়েছে তাদের পাঠক ২০ লাখ ছাড়িয়ে গেছে। সবচেয়ে বেশী সার্কুলেটেড এখন অনলাইন নিউজ পোর্টাল। এর মাধ্যমেই মানুষদের কাছে সংবাদ পৌছে দেওয়ার বিশাল সুযোগ রয়েছে।

ত্রাণমন্ত্রী বলেন, ‘আশুলিয়া একটি ঘনবসতিপূর্ণ শহর হিসেবে গড়ে উঠেছে। এখানে প্রচুর শিল্প কারখানা প্রতিষ্ঠিত হয়েছে এবং অনেক সরকারি স্থাপনাও এখানে আছে। এই কারণে এই অঞ্চলের লোকজনের নাগরিক সুবিধা বৃদ্ধির জন্যে এটাকে পৌরসভায় রূপান্তর করা দরকার। এটা অনেক দিন ধরেই দাবি উঠছিল। সেই অনুযায়ী ধামসোনা ইউনিয়ন চেয়ারম্যান সাইফুল ইসলাম উদ্যোগ নিয়েছেন। স্থানীয় সরকার মন্ত্রালয়ে তিনি আবেদন দিয়েছেন। আবেদন দেওয়া মাত্রই এটার প্রক্রিয়া শুরু হয়েছে। আশা করি খুব অল্প সময়ের মধ্যেই আমরা এটার ফলাফল আমরা পাব, পৌরসভা হিসেবে দেখতে পাব।’

এসময় তিনি সাভার প্রতিনিধিকে ঢাকা পোস্ট এর পরিচয়পত্র পড়িয়ে ও কেক কেটে ‘ঢাকা পোস্ট’ এর উদ্বোধন ঘোষণা করেন। পরে এক বর্নাঢ্য র‌্যালীতে অংশ নেন তিনি।

আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি মোজাফ্ফর হোসেন জয় এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মুহাম্মদ সাইফুল ইসলাম, আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক কবির হোসেন সরকার, যুগ্ম আহবায়ক মইনুল ইসলাম ভুইঁয়া, জাতীয় শ্রমিক লীগ, আশুলিয়া আঞ্চলিক কমিটির সভাপতি আকবর হোসেন মৃধা, সাধারণ সম্পাদক লায়ন মোহাম্মদ ইমাম, যমুনা টেলিভিশনের ঢাকা জেলা প্রতিনিধি (সাভার) মাহফুজুর রহমান নিপু, এটিএন নিউজের ঢাকা জেলা প্রতিনিধি (সাভার) জাহিদ হাসান শাকিল, এনটিভির স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর, নিউজবাংলার ইমতিয়াজুল ইসলামসহ সাভার ও আশুলিয়ার গনমাধ্যম কর্মীরা।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close