দেশজুড়েপ্রধান শিরোনাম

তৃতীয় দফায় স্বেচ্ছায় ভাসানচরের উদ্দেশ্যে রওনা দিলেন ১৭৭৮ রোহিঙ্গা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ কক্সবাজারের উখিয়া ক্যাম্প স্থানান্তরের অংশ হিসেবে তৃতীয় দফার প্রথম দিনে ভাসানচরের উদ্দেশ্যে স্বেচ্ছায় রওনা করেছেন ১ হাজার ৭৭৮ রোহিঙ্গা।

শুক্রবার সকাল ৯টায় নৌবাহিনীর চারটি জাহাজে চট্টগ্রামের পতেঙ্গার বোট ক্লাব সংলগ্ন ঘাঁট থেকে এসব রোহিঙ্গারা রওনা হন। এছাড়া এ দফার দ্বিতীয় দিনে আগামীকাল ১ হাজার ২২২ রোহিঙ্গ ভাসানচরে যাওয়ার কথা রয়েছে।

নৌবাহিনীর কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রোহিঙ্গাদের নিয়ে নৌবাহিনীর চারটি জাহাজ ভাসানচর রওনা হয়েছে। আগামীকাল সকালে বাকি ১২২২ রোহিঙ্গা যাবেন।

তিনি আরো জানান, স্বেচ্ছায় ভাসানচর যেতে আগ্রহী রোহিঙ্গা সদস্যদের তালিকা করে তাদের ভাসানচরে পৌঁছানোর উদ্যোগ নিয়েছে কক্সবাজারের অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কর্তৃপক্ষ। সেই উদ্যোগের অংশ হিসেবে তৃতীয় দফায় ১৭৭৮ রোহিঙ্গা সদস্যকে নৌবাহিনীর জাহাজযোগে ভাসানচরে পৌঁছে দেয়া হচ্ছে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close