দেশজুড়েপ্রধান শিরোনাম

করোনা ভাইরাসের টিকাদান কার্যক্রমের উদ্বোধন

ঢাকা অর্থনীতি ডেস্কঃ দেশে করোনা ভাইরাসের টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনার টিকাদান কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন।

প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সেই প্রথম পাঁচজনের ওপর টিকার প্রয়োগ সরাসরি প্রত্যক্ষ করেন। প্রথম ভ্যাকসিন নেন রুনু ভেরোনিকা কস্তা। এরপর আরো ৪ জনকে টিকা দেয়া হয়। এসময় তাদের প্রত্যেককে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে এই হাসপাতালেই জাতীয় তালিকা অনুযায়ী অগ্রাধিকার প্রত্যেক শ্রেণির একজন করে বিভিন্ন পেশার আরো পাঁচজনকে টিকা দেয়া হবে। এরপরই টিকার নিবন্ধন করতে সর্বসাধারণের জন্য খুলে দেয়া হবে অ্যাপ ‘সুরক্ষা’। সেখানে টিকা নিতে ইচ্ছুক সরকারি তালিকাভুক্ত শ্রেণির মানুষ নিবন্ধন করতে পারবে।

আজ শুধু কুর্মিটোলা জেনারেল হাসপাতালেই টিকা দেয়া হবে। বাকি চার হাসপাতালে আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হবে প্রাথমিক পর্যায়ের টিকাদান কর্মসূচি।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close