দেশজুড়ে

ডেপুটি অ্যাটর্নি জেনারেলদের পদত্যাগের নির্দেশ

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ২০১৭ সালের আগে নিয়োগ পাওয়া সব ডেপুটি অ্যাটর্নি জেনারেলদের পদত্যাগের নির্দেশ দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

বৃহস্পতিবার (২৭ জুন) বিকাল ৪টার মধ্যে এ নির্দেশ বাস্তবায়ন করতে  মৌখিক নির্দেশ দেন অ্যাটর্নি জেনারেল।

অ্যাটর্নি জেনারেলের এমন নির্দেশের পর ইতিমধ্যে বেশ কয়েকজন পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে অ্যাটর্নি জেনারেলের অফিস জানিয়েছে।

এবিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান রুবেল জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম তাদের ডেকে নিয়ে বিকাল ৪টার মধ্যে পদত্যাগ করতে নির্দেশ দিয়েছেন।

তিনি আরও জানান, ২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত যারা ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন, তাদের সবাইকেই পদত্যাগ করতে বলা হয়েছে।

তিনি বলেন, এরই মধ্যে কয়েকজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন অনেকেই পদত্যাগপত্র জমা দিতে প্রস্তুতি নিচ্ছেন।

Related Articles

Leave a Reply

Close
Close