দেশজুড়েপ্রধান শিরোনাম
“সেরামের ভ্যাকসিন ২৫ জানুয়ারির মধ্যেই দেশে আসবে”
ঢাকা অর্থনীতি ডেস্কঃ ভারতের সেরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ডের করোনা ভাইরাসের ভ্যাকসিন ২১ থেকে ২৫ জানুয়ারির মধ্যেই দেশে আসবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
সোমবার বিকেলে করোনার ভ্যাকসিন ইস্যুতে এক সংবাদ সম্মেলনে অধিদফতরের মহাপরিচালক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, প্রথম চালানেই ৫০ লাখ ডোজ ভ্যাকসিন দেশে আনা হবে। দুদিন ওয়্যার হাউসে রাখার পর প্রতি জেলায় পাঠানো হবে।
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন তিন কোটি ডোজ কিনতে গত ৫ নভেম্বর সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার সঙ্গে চুক্তি করে বাংলাদেশ সরকার। চুক্তি অনুযায়ী, প্রতি মাসে টিকার ৫০ লাখ ডোজ পাঠাবে সেরাম ইনস্টিটিউট। বাংলাদেশে ভ্যাকসিন সরবরাহ করবে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
/এন এইচ