বিশ্বজুড়ে
করোনা আক্রান্ত হওয়ার ভয়ে ফাঁস দিলেন তরুণী
ঢাকা অর্থনীতি ডেস্কঃ মহামারি করোনার আতঙ্কে ফাঁস দিলেন এক তরুণী। ভারতের তেলেঙ্গানার করিমনগর শহরের একটি বাসা থেকে শুক্রবার সকালে ওই তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
ইন্ডিয়া ট্যুডের একটি প্রতিবেদন অনুসারে, মৃত বাণী করিমনগরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে কাজ করতেন। ব্যাংকের কাছেই এক সহকর্মীর সঙ্গে বাসা ভাড়া নিয়ে থাকতেন।
পুলিশ জানিয়েছে, শুক্রবার সকালে বাণীর লাশ উদ্ধারের সময় তার ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়। সেই নোটে লেখা ছিল- ‘কোভিডে আক্রান্ত হওয়ার ভয়ে এই পথ বেছে নিলাম। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’
/এন এইচ