দেশজুড়ে

গুলি করে গ্রামীনফোনের ফ্লেক্সিলোড কার্ড ছিনতাই

ঢাকা অর্থনীতি ডেস্কঃ মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামসা এলাকায় লিটন (২৮) নামে গ্রামীণফোনের এক বিক্রয়কর্মীকে গুলি করে ফ্লেক্সিলোডের কার্ড ছিনতাই করেছে দুবৃর্ত্তরা।

মঙ্গলবার (৫ জানুয়ারি) দুপুরে জামসা বাজারের পাশে আঞ্চলিক সড়কে এই ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ লিটন মানিকগঞ্জ সদর উপজেলার বাগজান এলাকার লুৎফর রহমানের ছেলে। মানিকগঞ্জ পেনটা কর্পোরেশনে গ্রামীণফোনের সেলস এক্সিকিউটিভ হিসেবে কর্মরত।

বিষয়টি নিশ্চিত করে মানিকগঞ্জ পেনটা কর্পোরেশনের মালিক ফিরোজ আলম মোল্লা বলেন, সকালে ৭৬ হাজার টাকার সমপরিমাণ ফ্লেক্সিলোডের কার্ড নিয়ে বিপণনে যায় লিটন। এরপর দুপুরের দিকে ওই ঘটনা ঘটে।

পরে গুরুতর আহতাবস্থায় লিটনকে উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে লিটনকে প্রথমে মানিকগঞ্জ জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে নেওয়ার কথা রয়েছে।

এ বিষয়ে সিংগাইর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারহানা কবির বলেন, গুলিবিদ্ধ অবস্থায় লিটন নামের এক যুবককে চিকিৎসা দেওয়া হয়। তার পায়ে এখনও একটি গুলি রয়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য আহত ব্যক্তিকে ঢাকায় পিজি হাসপাতালে (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়) নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বলেন, এই ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close